সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনার দ্বিতীয় ঢেউ এলেও প্রভাব পড়বে না

-ইব্রাহিম খালেদ

করোনার দ্বিতীয় ঢেউ এলেও প্রভাব পড়বে না

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের যে শঙ্কার কথা বলা হয় তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের দুর্যোগ, বন্যা মোকাবিলার মতো ব্যবসায়ীরা বিষয়টি ভালোভাবে সামাল দিয়েছে। নিজেরা পন্থা খুঁজে নিয়েছে। নানা বিকল্প উপায় তাদের কর্মকান্ড চালু রেখেছে। তাই যে আশঙ্কার কথা বলা সেটা পুরোপুরি ঠিক নয়। সরকারের উচিত আন্তরিক ভাবে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায় এমন কোনো পদক্ষেপ না নেওয়া। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, সবকিছু যদির ওপর নির্ভর করে। যদি করোনা দ্বিতীয় ঢেউ আসে। যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের মধ্যে প্রতি শতাংশে মারা গেছে ১২ জন, ইউরোপে মারা গেছে ১০ জন। বাংলাদেশে সেই সংখ্যা ১ দশমিক ৪৪ শতাংশ। তাদের তুলনায় খুবই কম। আগামী শীতে যদি করোনার ঢেউ আসে, তবে সেটাও খুব দুর্বল প্রকৃতির হবে বলেই মনে করি। এক্ষেত্রে আগাম প্রস্তুতি জরুরি। তিনি বলেন, দুনিয়াব্যাপী ভয়াবহ আক্রান্তের সময় বাংলাদেশে পরিস্থিতি সামাল দিয়েছে। সেই অভিজ্ঞতা আমাদের আছে। আগামীতেও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের এখনি প্রস্তুতি নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের কর্মকান্ড স্বাভাবিক রাখতে হবে। ব্যাংক, শিল্প কারখানা, ক্ষুদ্র ব্যবসা সবকিছুই স্বাভাবিকভাবে চালু রাখতে হবে। ব্যবসায়ীরা যে ক্ষতির শিকার হয়েছে এটা আবার বন্ধ হলে আমাদের পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এমনিতে সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউ কারও বাসায় যায় না। আর্থিকভাবে আরও ক্ষতি করা যাবে না। আমাদের আশঙ্কা উৎকণ্ঠার কথা বলে আরও ক্ষতি করা যাবে না।

সর্বশেষ খবর