সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে হবে

-সেলিম রায়হান

স্বাস্থ্যবিধি মেনে কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে হবে

গবেষণা প্রতিষ্ঠান সানেম নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক ড. সেলিম রায়হান বলেছেন, আমাদের অভিজ্ঞতা দিয়ে কাজ করতে পারলে বাণিজ্যিক কর্মাকান্ডে খুব বেশি প্রভাব পড়বে না। করোনার প্রথম ঢেউ যেভাবে আমরা সামাল দিয়েছি সেই অভিজ্ঞতা আমাদের আছে। আগামীতে করোনার বড় আশঙ্কা থাকলেও প্রস্তুতি থাকলে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নেই। কঠোর স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম চালু রাখতে হবে। কৃষি খাতে সহায়তা বজায় থাকলে উৎকণ্ঠার কিছু নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে সেলিম রায়হান বলেন, প্রথম করোনার ক্ষয়ক্ষতি আমরা সামাল দিতে পারিনি। দেশীয় শিল্পকারখানার উৎপাদন চালু থাকলেও ইউরোপে আমাদের রপ্তানি বাজার বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ইউরোপের বেশিরভাগ দেশে করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে চলে এসেছে। তাই এসব বাজারে ক্রয়াদেশ বন্ধ হয়ে গেলে আমাদের সংকট কিছুটা হতে পারে। তিনি বলেন, সংকট থাকলেও অভিজ্ঞতার কারণে আমাদের সমস্যা খুব বেশি হবে না। এর জন্য এখন জরুরি প্রয়োজন আমাদের ব্যবসায়িক কর্মকান্ড চালু রাখা। বর্তমানে সবচেয়ে বেশি বিপদে আছে ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্প। বড় শিল্পপ্রতিষ্ঠান সমস্যা কম হয়েছে। সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তা এসব মাঝারি শিল্প তুলনামূলক কম পেয়েছে। প্রণোদনা প্যাকেজ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। লকডাউনের মতো কোনো সিদ্ধান্ত হয়তো আসবে না। এমন সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিতও হবে না। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের ব্যবসায়িক কর্মকান্ড চালু রাখতে হবে।

সর্বশেষ খবর