সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়াল

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। গতকাল সকাল পর্যন্ত এ সংখ্যা ছিল ২ লাখ ৫১ হাজার ২৫৬। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ কোটি ১২ লাখ ২৬ হাজার ২১৮। যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ভারত।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গতকাল সকাল পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা ছিল ১ লাখ ২৯ হাজার ৬৭৪ এবং সংক্রমিত ছিল ৮৮ লাখ ১৪ হাজার ৯০২ জন। সংক্রমিতের তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট সংক্রমিতের সংখ্যা ছিল ৫৮ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন। তবে দেশটি মৃত্যুর দিক থেকে ভারতের ওপরে ছিল। এ পর্যন্ত ব্রাজিলে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৭৩ জন। এখন পর্যন্ত মৃত্যুতে চতুর্থ দেশ মেক্সিকো, যেখানে মোট মৃতের সংখ্যা ৯৭ হাজার ৬২৪। পঞ্চম দেশ হিসেবে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৫১ হাজার ৭৬৬। ষষ্ঠ দেশ হিসেবে ইতালিতে মৃতের সংখ্যা হয়েছে ৪৪ হাজার ৬৮৩ জন। সপ্তম অবস্থানে থাকা ইরানে মৃত্যু ৪১ হাজার ৩৪, এরপর স্পেনে ৪০ হাজার, আর্জেন্টিনায় ৩৫ হাজার ৩০৭, পেরুতে ৩৫ হাজার ১৭৭, কলম্বিয়ায় ৩৩ হাজার ৮২৯, রাশিয়ায় ৩২ হাজার ৮৩৪, দক্ষিণ আফ্রিকায় ২০ হাজার ২০৬ জন মারা গেছেন। বিশ্বে এ পর্যন্ত মৃতের সংখ্যা হয়েছে প্রায় ১৩ লাখ ২০ হাজার। গত শনিবার বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত মানুষের দেশ ছিল যুক্তরাষ্ট্র। এ দিন ২৪ ঘণ্টায় দেশটিতে মারা যান ১ হাজার ২৬০ জন এবং আক্রান্ত হন ১ লাখ ৫৭ হাজার ২৫৩ জন। ভারতে মৃত্যু হয় ৪৪৯ জনের এবং আক্রান্ত হন ৪১ হাজার ৬৫৯ জন। ব্রাজিলে মৃত্যু হয় ৭২৭ জনের এবং আক্রান্ত হন ২৯ হাজার ৪৬৩ জন। ফ্রান্সে মারা যান ৩৫৪ জন এবং আক্রান্ত হন ৩২ হাজার ৯৫ জন। যুক্তরাজ্যে মারা যান ৪৬২ জন এবং আক্রান্ত হন ২৬ হাজার ৮৬০ জন। রাশিয়ায় মারা যান ৩৯১ জন এবং আক্রান্ত হন ২২ হাজার ৭০২ জন।

সর্বশেষ খবর