সোমবার, ১৬ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বন্যহাতির মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

বন্যহাতির মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুর বনাঞ্চলের ভিতর অবৈধ বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল ভোরে মিঠাছড়ি ইউনিয়নের খরলিয়া ছড়া শাইরার ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। তবে স্থানীয় জনগণ ও পরিবেশবাদীদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হাতিটিকে মারা হয়েছে।

স্থানীয় রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, হাতি মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। অনুমান করা হচ্ছে হাতিটি বেশ বয়স্ক। ভেটেরিনারি সার্জন নমুনা নিয়েছেন। পরীক্ষার পর মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয়রা জানান, দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের আওতাধীন শাইরার ঘোনায় নুরুল হক নামের এক ব্যক্তি প্রায় ১০০ ফুট দূর থেকে তার প্রজেক্টে বিদ্যুৎ নিয়েছেন। ওই জায়গা দিয়ে প্রায় সময়ই হাতি চলাচল করে। ওই পথ দিয়ে চলাচল করতে গিয়ে হাতিটির মৃত্যু হয়েছে। কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, মৃত হাতির দাঁতসহ প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করা হয়েছে। স্থানীয়ভাবে হাতিটিকে পুঁতে ফেলা হয়েছে। হাতিটি হত্যা করা হয়েছে এমন প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর