মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

জামিন মেলেনি জেলেই থাকতে হচ্ছে মীর নাছিরকে

নিজস্ব প্রতিবেদক

জামিন মেলেনি জেলেই থাকতে হচ্ছে মীর নাছিরকে

দুর্নীতি মামলায় ১৩ বছর কারাদন্ড প্রাপ্ত বিএনপির সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে জামিন দেয়নি আপিল বিভাগ। তবে তার জামিন আবেদনের পরবর্তী শুনানির জন্য ১৪ ডিসেম্বর দিন ঠিক করে দিয়েছে আদালত। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ঠিক করে দেয়। এর ফলে মীর নাছিরকে আরও এক মাস জেলে থাকতে হচ্ছে।

আদালতে মীর নাছিরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। পরে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগ তাকে জামিন দেয়নি। তার আবেদনের পরবর্তী শুনানির জন্য ১৪ ডিসেম্বর ঠিক করে দিয়েছে। আদালতসূত্র জানান, ৮ নভেম্বর মীর মোহাম্মদ নাছির উদ্দিন আত্মসমর্পণ করলে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর আগে দুর্নীতি মামলায় আপিলের অনুমতি চেয়ে মীর নাছির ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের করা আবেদন ১৫ অক্টোবর খারিজ করে দেয় আপিল বিভাগ। এর ফলে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতেই হয়। এরপর প্রথমে ছেলে ও পরে বাবা আত্মসমর্পণ করে কারাগারে যান। দুর্নীতি মামলায় বিএনপির সাবেক মন্ত্রী মীর নাছিরের ১৩ বছর ও ছেলে মীর হেলালের তিন বছরের সাজা বহাল রেখে গত বছরের ১৯ নভেম্বর রায় দেয় হাই কোর্ট। একই সঙ্গে রায়ের কপি পাওয়ার তিন মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় দুদক মামলা করে।

সর্বশেষ খবর