মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

কী হবে জাতীয় পার্টির

শফিকুল ইসলাম সোহাগ

কী হবে জাতীয় পার্টির

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলটির টার্গেট আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ আসন লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে সারা দেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর শুরু হয়েছে।

দেশের আটটি বিভাগে আটজন প্রেসিডিয়াম সদস্যকে অতিরিক্ত মহাসচিবের দায়িত্ব দিয়ে জেলাগুলো সফর চলছে। পুনর্গঠন করা হচ্ছে জেলা-উপজেলা কমিটি। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। সিটি করপোরেশনসহ প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে দল।

দায়িত্বশীলরা বলছেন, নানা কারণে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতি মানুষের আস্থা উঠে যাচ্ছে। যে কারণে মানুষ জাতীয় পার্টির দিকে ঝুঁকছে। রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ বিএনপিসহ বিভিন্ন দল থেকে জাপায় যোগদান অব্যাহত রয়েছে। এভাবে চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনের আগেই জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর