মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রত্যাশা পূরণে পরিশ্রমের ব্যাপকতা বাড়াতে হবে

-এ বি এম রুহুল আমিন হাওলাদার

প্রত্যাশা পূরণে পরিশ্রমের ব্যাপকতা বাড়াতে হবে

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, নেতা-কর্মীদের প্রত্যাশা পূরণে অবিরাম পরিশ্রম করতে হবে। আরও ব্যাপকতর প্রয়াসের প্রয়োজন আছে। এটা গভীরভাবে অনুভব করি। তিনি বলেন, লক্ষ্য-উদ্দেশ্য ভালো থাকলে পবিত্র অঙ্গীকার নিয়ে এখনো অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে সফল সমাবেশ করেছি। পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে পার্টিকে আগের চেয়েও শক্তিশালী করার সুযোগ রয়েছে। সবসময় প্রত্যাশা করি জাতীয় পার্টি আরও শক্তিশালী হোক। জাতীয় পার্টি বর্তমানে ঐক্যবদ্ধ।  গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, চাওয়া-পাওয়ার হিসাব মেলানোর সময় হয়নি। জাতীয় পার্টি সম্ভাবনাময় দল, ভবিষ্যৎ একথা বলবে। তিনি বলেন, আমাদের রয়েছে দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা। অন্য দুটি দলেরও সেই অভিজ্ঞতা রয়েছে। আমরা ক্ষমতার বাইরে ৩০ বছর। গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করছি। নেতা-কর্মীরা সংগঠনের প্রাণ। জীবনের ঝুঁকি নিয়ে তারা সংগঠনকে জাতির কাছে পার্টিকে প্রতিষ্ঠা করেছেন। আমাদের আদর্শ হুসেইন মুহম্মদ এরশাদ। তার রেখে যাওয়া আদর্শকে ঘিরে সারা দেশে নেতা-কর্মীরা অবস্থান করছেন। তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই স্বপ্ন নিয়ে ৪৬০টি উপজেলা সৃষ্টি করেছিলেন পল্লীবন্ধু এরশাদ। ২১টি মহকুমাকে ৬৪টি জেলায় রূপান্তরিত করেছিলেন। নাগরিক সেবা দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য তিনি আটটি প্রদেশের পরিকল্পনা করেছিলেন। সেটি বাস্তবায়ন হলে বাংলাদেশ আজ আরও অনেক এগিয়ে যেত। দেশপ্রেমের অনভূতি নিয়ে সব দলই জাতির জন্য কাজ করে। আমাদেরও জাতির কাছে পবিত্র অঙ্গীকার রয়েছে। রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবার সাপ্তাহিক ছুটি, জন্মাষ্টমীর ছুটি, খ্রিস্টানদের বড়দিনের ছুটি পালনের ব্যবস্থাসহ নানা উন্নয়ন করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। জাতিকে ঐক্যবদ্ধ করে পল্লীবন্ধু নয় বছর অবিরাম পরিশ্রম করেছেন। যার ফল আমরা দেখতে পাই দেশের প্রত্যন্ত অঞ্চলে গেলেও। রুহুল আমিন হাওলাদার বলেন, পল্লীবন্ধুর সেই অর্জন আমাদের দলের স্তম্ভ। সেগুলো ইচ্ছে করলেই কেউ ভাঙতে পারবে না। অনেক ষড়যন্ত্র ছিল আমাদের বিরুদ্ধে। নেতা-কর্মীদের মনোবল ও আস্থার কারণে আমরা আজও এগিয়ে চলেছি। প্রতিনিয়ত কর্মসূচি চলছে। জীবনের মূল্যবান ৪০টি বছর জাতীয় পার্টির সঙ্গে কেটেছে। দলও আমাকে অনেক সম্মান দিয়েছে।  জাপা দেশের জন্য অবদান রেখেছে, তা অনন্য অসাধারণ। মানুষ আজও তা অনুভব করে এটাই সফলতা। সেই সফলতা নিয়েই সামনে এগোতে হবে। নেতা-কর্মীদের আহ্বান জানাব, ‘এসো একত্রে বসি, একসঙ্গে খাই, পল্লীবন্ধুর জাতীয় পার্টির পতাকা নিয়ে বহুদূর যাই।’

সর্বশেষ খবর