মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

৭১ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

৭১ দিনের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৯ জন নতুন করোনা  রোগী শনাক্ত হয়েছে। যা গত ৭১ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৭ সেপ্টেম্বর এর চেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিল। ওই দিন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২০২ জন। একই সময়ে (সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, এর আগে রবিবার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ৮৩৭ জন। আর মৃত্যু হয় ২১ জনের। এ ছাড়া শনিবার ১ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২১৫ জনের মৃত্যু ও সুস্থ হয়েছে ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৭৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। তিন সপ্তাহ ধরেই সংক্রমণ ও শনাক্তের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৬০৪ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে এক হাজার ২৩২, চট্টগ্রাম বিভাগে ২৪৩, রংপুর বিভাগে ২১, খুলনা বিভাগে ২১, বরিশাল বিভাগে ২২, রাজশাহী বিভাগে ২৮ ও সিলেট বিভাগে ৩৭ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৮৩৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৮৫৮ জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৬৬ হাজার ৫৪২ ও ছাড়া পেয়েছেন ৫ লাখ ২৭ হাজার ২৯৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৯ হাজার ২৪৪ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫৬ জনকে। ছাড়া পেয়েছেন ১২৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছে ৪৪ হাজার ৫৬৪ ও ছাড়া পেয়েছে ৭৬ হাজার ৩৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছে ১২ হাজার ১৭০ জন। প্রসঙ্গত, দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

সর্বশেষ খবর