বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মাস্ক পরা আবশ্যক

ডা. লিয়াকত আলী

মাস্ক পরা আবশ্যক

চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেছেন, শীতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। কয়েকটি কারণে শীতে সংক্রমণ বাড়তে পারে। তাই করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে মাস্ক পরা অত্যাবশ্যক। অবহেলা করোনা ঝুঁকি বাড়িয়ে দেবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, মাস্ক না পরে হাঁচি-কাশি দিলে জীবাণু কণা অর্থাৎ ড্রপলেট ছড়িয়ে পড়বে। আর্দ্রতা কম থাকায় ড্রপলেট দ্রুত শুকিয়ে অ্যারোসল অর্থাৎ ক্ষুদ্র কণায় পরিণত হবে। এসব জীবাণু মিশ্রিত ক্ষুদ্রকণা বাতাসে ভাসমান থেকে সংক্রমণ বাড়াবে। অনেক সময় মাস্কেও এত ক্ষুদ্রকণা ঠেকানো সম্ভব হয় না। এতে বাতাসের মাধ্যমে জীবাণুর সংক্রমণ বাড়বে। অন্য সময় দ্রুত মাটিতে ড্রপলেট পড়ে যেত কিন্তু শীতে তা হবে না। শীতে ধুলাও বেড়ে যায়। পরিবেশগত এসব কারণে সংক্রমণ বাড়তে পারে। শীতে স্বাস্থ্যগত কয়েকটি বিষয় করোনার ঝুঁকি বাড়াবে। শীতে ফ্লুসহ বিভিন্ন ধরনের ভাইরাস শরীরে আক্রমণ করে। সর্দি, কাশি, ঠান্ডা লেগে থাকে মানুষের। এতে নাক ও গলার প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শীতে সংক্রমণ বাড়ার এটা আরেকটি কারণ। ইউরোপসহ বেশ কয়েকটি দেশে শীতে এই পরিস্থিতি তৈরি হওয়ায় সংক্রমণ বেড়েছে।

শিক্ষাবিদ অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, শীতের মৌসুমে বিয়ে, পিকনিকসহ সামাজিক অনুষ্ঠান বেড়ে যায়। ঘরের দরজা, জানালা বন্ধ থাকায় সংক্রমণ বাড়তে পারে। গ্রামে মানুষ একসঙ্গে বসে আগুন পোহায়। এসব সামাজিক মেলামেশায় করোনা ঝুঁকি বাড়বে। সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা কঠোর পদক্ষেপ নেইনি। পদক্ষেপ যেগুলো নিয়েছি কোনোটাই সম্পূর্ণ হয়নি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর