বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সিলেটে সেই চিত্রার ঘরে নতুন অতিথি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সেই চিত্রার ঘরে নতুন অতিথি

সিলেটে চিড়িয়াখানায় চিত্রার ঘরে নতুন অতিথির আগমন ঘটেছে। নগরীর টিলাগড় এলাকায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের ইকোপার্ক চিড়িয়াখানা। গত ১৭ জানুয়ারি চিড়িয়াখানায় প্রথমবারের মতো চিত্রা হরিণের ঘরে নতুন বাচ্চার প্রসব হয়েছিল। এবার আরেক অতিথি এসেছে চিত্রার ঘরে। সদ্য প্রসূত হরিণ শাবকটি সুস্থ আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইকোপার্কে চিড়িয়াখানার দায়িত্বে আছেন সিলেট বন বিভাগের রেঞ্জার মো. হাসমত আলী। তিনি জানান, রবিবার চিত্রা হরিণের ঘরে নতুন অতিথি এসেছে। প্রাণী চিকিৎসকরা পর্যবেক্ষণ করে দেখেছেন হরিণ শাবকটি সুস্থ আছে। হরিণের পালের সঙ্গেই আছে বাচ্চাটি। জানা গেছে, সিলেটের ইকোপার্কে দেশের তৃতীয় বৃহত্তম চিড়িয়াখানার যাত্রা শুরু হয় ২০১৮ সালের ২ নভেম্বর। এর আগে ৩০ অক্টোবর থেকে বিভিন্ন প্রাণী আনা শুরু হয়। শুরুতে বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে দুটি জেব্রা, তিনটি চিত্রা হরিণ, ১২টি ময়ূরসহ বিভিন্ন প্রাণী ছিল চিড়িয়খানায়। পরে চিত্রা হরিণের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে ১০টি হরিণ আছে পালে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর