বুধবার, ১৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসেরের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসেরের দাফন সম্পন্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসেরের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জোহর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শেখ রাজিয়া নাসের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের মা এবং সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদি। সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বনানী কবরস্থানের সামনে শেখ রাজিয়া নাসেরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে জানাজা শেষে শেখ রাজিয়া নাসেরের কফিনে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান। এরপর প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর কফিনে শ্রদ্ধা জানান। আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আবদুল মতিন খসরু, যুগ্মসাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার, শাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন প্রমুখ।

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস ও খুলনা সিটি করপোরেশনের পক্ষে মেয়র তালুকদার আবদুল খালেক শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগরী আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর যশোর জেলা আওয়ামী লীগ, খুলনা জেলা, মহানগরী আওয়ামী লীগ, বাগেরহাট জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে শেখ হেলাল উদ্দিন তাঁর মায়ের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। পরিবারের সদস্যদের মধ্যে জানাজায় অংশ নেন মরহুমার ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবু, নাতি শেখ তন্ময় প্রমুখ। এ ছাড়া আত্মীয়স্বজনের মধ্যে ব্যারিস্টার ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম, আন্দালিভ রহমান পার্থ, শান্ত প্রমুখ জানাজায় অংশ নেন।

সর্বশেষ খবর