বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

১৩ নৃগোষ্ঠীর উৎসব সহরাই

জয়পুরহাট প্রতিনিধি

১৩ নৃগোষ্ঠীর উৎসব সহরাই

জয়পুরহাটে সমতলের ১৩টি নৃগোষ্ঠীর প্রধান উৎসব সহরাই উৎসব পালিত হয়েছে গত মঙ্গলবার। বিকাল থেকে রাত পর্যন্ত আদিবাসী পল্লী পালিগ্রামে সাঁওতাল, ওঁরাও, পাহান, মুন্ডা, মাহাতো, কর্মকার, গুঞ্জিসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ এ উৎসবে মেতে ওঠেন।

সন্ধ্যায় ঝান্ডি পূজার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এ উপলক্ষে বসে মেলা। সংশ্লিষ্টরা জানান, প্রতি বছর তিন দিনব্যাপী উৎসব পালিত হলেও এবার করোনাভাইরাসের কারণে এক দিনেই উৎসবের সমাপ্তি টানা হয়েছে। বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট শাখার সভাপতি কার্তিক চন্দ্র সিং জানান, বিভিন্ন জাতিসত্তার আদিবাসীরা সম্মিলিতভাবে এ উৎসব করে থাকে। পালিগ্রামে সহরাই পরবের ঝান্ডি পূজার পর জেলার বিভিন্ন এলাকার আদিবাসী পল্লী থেকে আসা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্য-গীতের প্রতিযোগিতা। এর আগে এই উৎসব উপলক্ষে আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের ভূমি, ভাষা ও সংস্কৃতি রক্ষার জন্য সরকারের কাছে নানা দাবি তুলে ধরেন। সেখানে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট শাখার সভাপতি কার্তিক চন্দ্র সিং, সাধারণ সম্পাদক বাচ্চু চন্দ্র মাহাত, স্থানীয় কবি আলীউর রেজা, আদিবাসী নেতা রতন কুমার সিং প্রমুখ বক্তব্য দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর