বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে যারা

এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি দক্ষিণের কমিটি শিগগিরই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। গতকাল রাতে ৭৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছে। সহসভাপতি পদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কমিটিতে চারজন সংসদ সদস্যকে রাখা হয়েছে। পাশাপাশি কিছু নতুন নেতাকেও জায়গা দেওয়া হয়েছে। আগের কমিটির কয়েকজন পেয়েছেন প্রমোশন। এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাবেক কয়েকজন নেতাও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কমিটিতে জায়গা পেয়েছেন। কমিটিতে জায়গা পাওয়া একাধিক নেতার বিরুদ্ধে বিতর্কিত কর্মকা-ের অভিযোগও রয়েছে।

একই সঙ্গে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ১৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদে  শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ছাড়াও আরও দুজন সংসদ সদস্যকে রাখা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- কামাল আহমেদ মজুমদার এমপি, আতিকুল ইসলাম আতিক, আকবর হোসেন পাঠান ফারুক এমপি, মুকুল চৌধুরী, শহিদুল্লাহ ভূঞা, আবুল হাসেম চেয়ারম্যান, সফিউল্যাহ শফি, শেখ মুজিবুর রহমান, লিয়াকত আলী, হায়দার আলী খান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, হাজী সুলতান হোসেন, আবুল কাশেম, অ্যাডভোকেট আবু হানিফ এবং নুরুন নাহার খান। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, বাকি শূন্য পদ দুটি পরে পূরণ করা হবে। সহসভাপতি পদে জায়গা পেয়েছেন- আসাদুজ্জামান খান কামাল এমপি, আলহাজ সাদেক খান এমপি, আসলামুল হক এমপি, আবদুল কাদের খান, নাজিম উদ্দিন, জাহানারা বেগম, মো. ওয়াকিল উদ্দিন, মফিজ উদ্দিন আহম্মদ, আনোয়ার হোসেন মজুমদার, হাজী মো. বশির আহম্মেদ ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান। তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- হাবিব হাসান এমপি, মতিউর রহমান মতি ও জহিরুল হক জিলু। তিনজন সাংগঠনিক সম্পাদক হয়েছেন- মো. আজিজুল হক রানা, মো. মিজানুর রহমান মিজান ও এ বি এম মাজহার আনাম জায়গা পেয়েছেন। এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট আনিসুর রহমান, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক পদে মনির হোসেন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে মিজানুল ইসলাম মিজু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম মাহবুব আলম, দফতর সম্পাদক পদে উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী, ধর্মবিষয়ক সম্পাদক পদে সুফী সুলতান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুল ইসলাম আমি, বন ও পরিবেশ সম্পাদক পদে আবদুল মতিন হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে নাজমুল হাসান ভূঁইয়া জুয়েল, মহিলাবিষয়ক সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মেহেরুন নেসা মেরী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে এস এম,  তোফাজ্জল হোসেন, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে আবদুল গাফফার, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক পদে অধ্যক্ষ এম এ সাত্তার, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক পদে খসরু চৌধুরী, শ্রম সম্পাদক পদে জাহাঙ্গীর আলম মজনু, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট রোকেয়া সুলতানা পলি, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক পদে কর্নেল কানিজ ফাতেমা। এ ছাড়া সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ হামিদ, সহদফতর সম্পাদক আবদুল আওয়াল শেখ এবং কোষাধ্যক্ষ হয়েছেন ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী। পূর্ণাঙ্গ কমিটিতে ৩৬ জনকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। তারা হলেন- আলহাজ মো. আমির হোসেন মোল্লা, কেরামত আলী দেওয়ান, এম এম রাজু আহমেদ, এ কে এম দেলোয়ার হোসেন, আলহাজ ইসমাইল হোসেন, ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, এম সাইফুলাহ সাইফুল, রফিকুল ইসলাম বেপারী, হাজী আবদুল ওয়াসেক, মো. আবুল কাশেম, ইজাজ উদ্দিন আহমেদ, শাহরুখ মিরাজ, রবিউল ইসলাম রবি, আবুল হাসনাত, আবদুল গফুর মিয়া, এম এ মান্নান,  সারোয়ার আলম, ইকবাল হোসেন তিতু, জাহাঙ্গীর আলম, ওবায়দুর রহমান, হিমাংশু কিশোর দত্ত, আদম তমিজি হক, ফরিদ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ টিপু, ফয়েজ আহমেদ, নাসিমুল হক কুসুম, আফরোজা খন্দকার, আতাউর রহমান খান বোরহান, জয় সেন বড়ুয়া, মো. মহিবুল হাসান, আবু ইলিয়াস রাব্বানী লিখন, মিজানুর রহমান চান, মো. ফারুক মিলন, আবদুলাহ আল মুনির (মুকুল), কাজি সালাউদ্দিন পিন্টু এবং দেওয়ান মো. আরিফুল ইসলাম।

সর্বশেষ খবর