শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ডিসেম্বরে হচ্ছে পৌরসভা নির্বাচন

প্রথম ধাপের তফসিল রবি-সোমবার, ভোট হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরে হচ্ছে পৌরসভা নির্বাচন

আগামী ডিসেম্বরের শেষ দিকে শুরু হচ্ছে দেশব্যাপী পৌরসভা নির্বাচন। এক্ষেত্রে প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রবিবার অথবা সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থগিত নির্বাচনের বিষয়ে আগামী ডিসেম্বরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে ইসি। গতকাল বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান। ইসি সচিব বলেন, পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের জন্য নথি ইসির কাছে উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে। তিনি বলেন, বর্তমানে প্রায় আড়াইশ পৌরসভায় মামলা বা নির্বাচন করতে কোনো জটিলতা নেই। সচিব বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। এমপি নিক্সনের বিষয়ে ইসি সচিব বলেন, তদন্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছে। সেখান থেকে আইন বিভাগে পাঠানো হয়েছে। যে পর্যবেক্ষণ এসেছে তা আইন অনুযায়ী নিরীক্ষা করা হবে। এরপরই ফরিদপুর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, গতকালও (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল ইসি সচিবালয়। তবে কমিশন থেকে ফাইলের অনুমোদন না পাওয়ায় তফসিল দিতে পারেনি ইসি সচিবালয়। অবশ্য বুধবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলন, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য ইসি সচিবালয় প্রস্তুত রয়েছে। কমিশন থেকে নথি অনুমোদন হয়ে এলেই তা ঘোষণা করা হবে। বৃহস্পতিবার না হলে রবিবার প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এর মধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪টি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ। ইতিমধ্যে ৫ পৌরসভার তফসিল দিয়েছে ইসি। ইসি জানিয়েছে, এবারে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। আগামী ডিসেম্বরে প্রথম ধাপে ২০-২৫ পৌরসভায় ভোট গ্রহণ হবে। কয় ধাপে ভোট হবে তা চূড়ান্ত না হলেও মে মাসের মধ্যে সব পৌরসভায় ভোট শেষ করতে চায় কমিশন। তবে অধিকাংশ পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর