শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ফের হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা

২৪ ঘণ্টায় শনাক্ত ২৩৬৪, মৃত্যু ৩০

নিজস্ব প্রতিবেদক

ফের হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা

দেশে আবারও হু হু করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। গত এক দিনে আরও ২ হাজার ৩৬৪ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে, যা গত ৭৮ দিনের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত ২ সেপ্টেম্বর এর চেয়ে বেশি নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেদিন ২ হাজার ৫৮২ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছিল। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত এক দিনে করোনা সংক্রমণে নতুন করে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৫ জনে। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ দশমিক ৪৮ শতাংশ মানুষের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের দিন সংক্রমণ হার ছিল ১২ দশমিক ৮২ শতাংশ। গত এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২৫ জন ছিলেন পুরুষ ও ৫ জন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। এখন পর্যন্ত মোট মৃতের ৭৬ দশমিক ৯৬ শতাংশই ছিলেন পুরুষ। বয়স বিবেচনায় মোট মৃতের ৫২ দশমিক ৭২ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ২১ জনই ছিলেন ষাটোর্ধ্ব, ৭ জন পঞ্চাশোর্ধ্ব ও ২ জনের বয়স ছিল ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে ২৫ জন ঢাকা, ২ জন বরিশাল এবং ১ জন করে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। এখন পর্যন্ত করোনা সংক্রমণে মোট মৃত্যুর ৫২ দশমিক ৬৭ শতাংশই হয়েছে ঢাকা বিভাগে ও ১৯ দশমিক ৪৬ শতাংশ হয়েছে চট্টগ্রাম বিভাগে। চিকিৎসা সুবিধার ঘাটতি থাকার পরও অন্য বিভাগগুলোয় মৃত্যুর হার এখনো ৮ শতাংশের নিচে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঢাকার ভিতরে নমুনা পরীক্ষা বেশি হওয়ার কারণে রোগী শনাক্ত হচ্ছে বেশি। তাই চিকিৎসা সুবিধা বেশি থাকার পরও মৃত্যুর হিসাবে এগিয়ে রয়েছে ঢাকা। নমুনা পরীক্ষা না হওয়ায় ঢাকার বাইরে অনেক রোগী হয়তো হিসাবের বাইরে থেকে যাচ্ছে। এ কারণে মৃত্যুর প্রকৃত হিসাবও উঠে আসছে না। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষার ৬৪ শতাংশ পরীক্ষা হয়েছে শুধু ঢাকার মধ্যে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর