শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আনিসুলের চিকিৎসায় ছিলেন না মামুন

-মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি একটি হাসপাতালের কর্মীদের মারধরে নিহত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমের চিকিৎসার কোনো পর্যায়ে চিকিৎসক আবদুল্লাহ আল মামুনের সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। ডা. আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে তার নিঃশর্ত জামিন দাবি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)। গতকাল সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে সংগঠনটি। এ ছাড়া প্রতিবাদে বুধবার ও গতকাল প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ রেখেছেন মনোরোগ চিকিৎসকরা। আজ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল জানিয়েছে, আনিসুল করিমের চিকিৎসায় ডা. মামুনের সংশ্লেষ না থাকার বিষয়টি তদন্ত করে নিশ্চিত হয়েছে তারা। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার স্বাক্ষরিত সংবাদ বজ্ঞপ্তিতে বলা হয়, ‘হাসপাতালের তদন্ত প্রতিবেদনে এটা প্রতীয়মান হয় যে ওই রোগীর চিকিৎসাসংক্রান্ত কোনো পর্যায়েই ডা. আবদুল্লাহ আল মামুনের সংশ্লিষ্টতা ছিল না।’ এতে আরও বলা হয়েছে, ৯ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে পুলিশের জ্যেষ্ঠ এএসপি আনিসুল করিম শিপনকে উত্তেজিত অবস্থায় তার ভগ্নিপতি ডা. রাশেদুল হাসান রিপন এবং পুলিশের কিছু সদস্য হাসপাতালে নিয়ে আসেন। সে সময় দায়িত্বরত চিকিৎসক রোগীর (আনিসুল করিম) ভগ্নিপতির সঙ্গে পরামর্শ করে তাকে জরুরি ভিত্তিতে শান্ত করার জন্য উত্তেজনা উপশমকারী ইনজেকশন দেন এবং তাকে পর্যবেক্ষণে রাখেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেদিন সকাল ৯টার দিকে রোগীর ভগ্নিপতি এবং উপস্থিত স্বজনরা হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহানা পারভীনের সঙ্গে দেখা করেন। রোগীর ভগ্নিপতি ডা. শাহানা পারভীনের পূর্বপরিচিত। শাহানা পারভীন রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে জরুরি ভিত্তিতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তার ভগ্নিপতিসহ অন্য স্বজনরা তাকে ভর্তি করতে অসম্মত হন বলে দাবি করেছে হাসপাতাল। এ বিষয়টি ডা. শাহানা পারভীন রোগীর আউটডোর টিকিটেও লিখে দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ‘ডা. শাহানা পারভীন আউটডোর টিকিটে প্রয়োজনীয় ওষুধ লিখে দেন। রোগীর সঙ্গে আগত পুলিশ সদস্যদের সিসিতে আউট লিখে স্বাক্ষর দেন। তারপর রোগী আনিসুল করিম, তার বোন, ভগ্নিপতি এবং আগত পুলিশ সদস্যরা হাসপাতাল ছেড়ে যান।’ গতকাল ডা. আবদুল্লাহ আল মামুনের নিঃশর্ত জামিন চেয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, ‘ডা. আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাকে দ্রুত নিঃশর্ত জামিন দেওয়ার দাবি আমাদের।’ ঢাকার শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক আজিজুল ইসলাম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ওই কর্মসূচি অব্যাহত থাকবে। রোগীর আত্মীয়দের মধ্যে পেশাদার চিকিৎসক থাকায় তারা নিজেরাই ওই বেসরকারি মাইন্ড এইড হাসপাতালকে পছন্দ করেন। দালালের মাধ্যমে ডা. মামুনের সঙ্গে যোগাযোগ হওয়ার যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর