শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশকে ভারতের যৌথ প্রতিরক্ষাসামগ্রী উৎপাদনের প্রস্তাব

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারতের প্রতিরক্ষা বিশেষ অঞ্চলে বাংলাদেশকে যৌথ প্রতিরক্ষাসামগ্রী উৎপাদনে ভারত সরকার বৃহস্পতিবার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে আগামী বছরের ৭-১২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর ইয়ালানহাংকায় ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে অনুষ্ঠেয় বার্ষিক ‘এরো-ইন্ডিয়া’ শোতে যোগদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে প্রস্তাব দেওয়া হয়েছে। এ শোতে বিশ্বের সব প্রধান প্রধান দেশ তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে প্রদর্শনী করে।

ভারতের বণিক সংস্থা ফিকি গতকাল ‘ভারত এবং বাংলাদেশ-বিশ্বের জন্য পণ্য তৈরি’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা চক্রের আয়োজন করে। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উৎপাদন সচিব রাজ কুমার, অতিরিক্ত সচিব সঞ্জয় জাজু ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব রাজ কুমার বলেন, ‘ভারত বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতার জন্য ৫০০ মিলিয়ন লাইন অব ক্রেডিট দিয়েছে। যার বাস্তবায়ন শুরু হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে ভারত বাংলাদেশের প্রয়োজনমতো আকাশ ক্ষেপণাস্ত্র, তেজাসের মতো হালকা যুদ্ধবিমান, রাডার, টর্পেডো, গোলাবারুদ, বুলেটপ্রুফ জ্যাকেট, মোকাবিলা করার মতো সামুদ্রিক জাহাজ যৌথভাবে প্রস্তুত করতে পারে। তিনি এ বিষয়ে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে আলোচনার প্রস্তাব দেন। তিনি এ প্রস্তাবগুলো ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে বলে জানান। ভারতের উত্তর প্রদেশ ও তামিলনাড়ুতে প্রতিরক্ষাসামগ্রী উৎপাদনে বিশেষ আর্থিক অঞ্চল গঠন করা হয়েছে। এখানেই নিয়োগের প্রস্তাব দেওয়া হয় যাতে ভারত ও বাংলাদেশ যৌথভাবে প্রতিরক্ষাসামগ্রী তৈরি করতে পারে। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার জন্য যা যা প্রয়োজন তার অন্যতম হচ্ছে জাহান নির্মাণ শিল্প।’ তিনি জানান, খুলনা জাহাজ নির্মাণ ইয়ার্ড কলকাতার গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এরা বাংলাদেশের জন্য যুদ্ধজাহাজের নকশা তৈরি করছে। হাইকমিশনার দোরাইস্বামী প্রথমে ভারত ও বাংলাদেশের মধ্যকার সমুদ্র সহযোগিতার এক বিশেষ সহযোগিতার রোডম্যাপ দেন। পরে বলেন, সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে এক বিশাল সম্ভাবনা রয়েছে। উভয় দেশের প্রয়োজনভিত্তিক এ সহযোগিতা গড়ে উঠতে পারে।

সর্বশেষ খবর