শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ঘণ্টায় মারা যাচ্ছে ৮০ জনের বেশি মানুষ

প্রতিদিন ডেস্ক

শীত আসতেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মহাতা-ব শুরু হয়ে গেছে। লাফিয়ে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। এক হিসাবে দেখা গেছে, বর্তমানে দেশটিতে প্রতি ঘণ্টায় ৮০ জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর সংক্রমিত হচ্ছে ঘণ্টায় অন্তত সাড়ে ২৫ হাজার মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৯৬৪ জনের বেশি মানুষ। আর সংক্রমিত হয়েছে কমপক্ষে ৬ লাখ ১১ হাজার ২০৬ জন। এরই মধ্যে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ২৬২-এ পৌঁছেছে। সংক্রমিতের সংখ্যা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৮৬৩। এদিকে রয়টার্সের টালি বলেছে, বুধবার যুক্তরাষ্ট্রের প্রায় ৭৯ হাজার কভিড-১৯ রোগী হাসপাতালগুলোয় ভর্তি ছিল। এ পর্যন্ত এক দিনে হাসপাতালে ভর্তি থাকা রোগীর এটিই সর্বোচ্চ সংখ্যা। এর আগে মঙ্গলবার হাসপাতালগুলোয় ৭৫ হাজার রোগী ভর্তি ছিল। অর্থাৎ এক দিনের ব্যবধানে হাসপাতালে ভর্তি রোগী বেড়েছে প্রায় ৪ হাজার। সর্বশেষ তথ্য : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৫ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৩৯১-এ পৌঁছেছে। মোট মৃতের সংখ্যা ১৩ লাখ ৫৬ হাজার ৭০৬। বুধবার ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সংক্রমিতের সংখ্যা ছিল ৪৫ হাজার ৪৪৯ এবং মৃত্যু ছিল ৫৮৭। ব্রাজিলে সংক্রমিত ছিল ৩৫ হাজার ৬৪৫, মৃত্যু ৭৫৪ জন। ইতালিতে সংক্রমিত ছিল ৩৪ হাজার ২৮৩, মৃত্যু ৭৫৩ জন। ফ্রান্সে সংক্রমিত ছিল ২৮ হাজার ৩৮৩, মৃত্যু ৪২৫ জন। রাশিয়ায় সংক্রমিত ছিল ২০ হাজার ৯৮৫, মৃত্যু ৪৫৬ জন। যুক্তরাজ্যে সংক্রমিত ছিল ১৯ হাজার ৬০৯, মৃত্যু ৫২৯ জন। এদিন বিশ্বে মোট মৃত্যু ছিল ১০ হাজার ৯৭৭ আর সংক্রমিত ৬ লাখ ১১ হাজার ২০৬ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর