শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ফেনী কারাগারে ধর্ষকের সঙ্গে বিয়ে হলো ভুক্তভোগীর

ফেনী প্রতিনিধি

ধর্ষণের শাস্তি থেকে মুক্তি পেতে হাই কোর্টের নির্দেশে ফেনী জেলা কারাগারে প্রথম কোনো বিয়ে হলো ধর্ষক ও ভুক্তভোগী নারীর। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এ বিয়ে। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে কারাগারে বর ও কনেসহ দুই পক্ষের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। সকালে প্রথম মিষ্টি নিয়ে দুই পক্ষের লোকজনসহ আইনজীবীরা কারাগারের ফটকে হাজির হন। পরে বিয়ে পড়াতে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানসহ কাজী আবদুর রহিম। এ সময় ৬ লাখ টাকা দেনমোহর ও ১ লাখ টাকা উসুল ধার্য করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একপর্যায়ে মিষ্টিমুখসহ একে অপরের সঙ্গে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে কোলাকুলি করেন উভয় পক্ষের স্বজনরা। হাই কোর্টের এ আদেশে উভয় পক্ষের স্বজনরা খুশি। তবে তাদের দাবি, কারামুক্ত হয়ে সংসারজীবনে পা রাখতে আদালত যেন দ্রুত জামিন দেন বর জিয়াকে। এদিকে কারা সূত্র জানায়, ২৭ মে জেলার সোনাগাজীর চরদরবেশ এলাকার বিবি জোহরা নামে এক তরুণীকে ধর্ষণ করেন এক ইউপি সদস্যের ছেলে জহিরুল ইসলাম জিয়া। পরদিন ওই তরুণী থানায় হাজির হয়ে ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। একপর্যায় ২৯ মে ধর্ষক জিয়াকে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ। পরে জামিনে মুক্তি পেলে জিয়া ওই ভুক্তভোগী তরুণীকে বিয়ে করবেন এমন শর্তে ধর্ষকের জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেন তার আইনজীবী। হাই কোর্ট ওই আসামিকে জামিন না দিয়ে কারা ফটকেই ধর্ষক ও ভুক্তভোগীর বিয়ে আয়োজনের জন্য ফেনী কারাগারের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে বিয়ের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেয় আদালত। এরই ধারাবাহিকতায় গতকাল তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর