শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দাম কমছে শীতের সবজিতে চাল আলুর দর এখনো চড়া

নিজস্ব প্রতিবেদক

দাম কমছে শীতের সবজিতে চাল আলুর দর এখনো চড়া

বাজার দর

শীতের সবজি আসা শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে। কাঁচাবাজারে প্রতিটি দোকানে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার সরবরাহ ব্যাপক। এ কারণে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে একাধিক সবজির দাম কমে অর্ধেকে নেমে এসেছে। তবে চাল ও আলুর দর এখনো আগের মতই  দেখা গেছে। পিঁয়াজের দামেও অস্বস্তি রয়ে গেছে। আগের মতই বাড়তি দামে পিঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি দাম কমেছে শিমের। গত সপ্তাহে ১২০ টাকা কেজি বিক্রি হওয়া শিমের কেজি ৫০-৬০ টাকায় নেমে এসেছে। বড় আকারের ফুলকপি এসেছে বাজারে। আগের সপ্তাহে ছোট একটি ফুলকপি বিক্রি হয় ৩০ থেকে ৫০ টাকায়। এখন তার চেয়ে বড় ফুলকপি ৩০  থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর ছোট ফুলকপি ২০ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। ৫০ টাকা কেজি বিক্রি হওয়া  মুলা সপ্তাহের ব্যবধানে ২০ থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। বাজারে নতুন আসা কাঁচা টমেটো ৪০  থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এদিকে বরবটির দাম কিছুটা কমে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে কেজি বিক্রি হচ্ছে। ৮০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হওয়া বেগুনের দাম কমে ৪০ থেকে ৬০ টাকার মধ্যে চলে এসেছে। আর ৯০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হওয়া করলা ৬০ থেকে ৭০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, পটোলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। কচুরলতি ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউয়ের পিস গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। এক হালি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। এদিকে সরকার দুই দফা দাম বেঁধে দিলেও এখনো আলুর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। সরকার প্রথমে খুচরা পর্যায়ে আলুর  কেজি সর্বোচ্চ ৩০ টাকা এবং পরবর্তীতে ৩৫ টাকা বেঁধে  দেয়। বাজারে আসা নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১৪০  থেকে ১৫০ টাকা। আলুর সঙ্গে বাড়তি দাম দিতে হচ্ছে পিঁয়াজের। বাজার ও মানভেদে দেশি পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। আমদানি করা বড় পিঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। তবে কিছুটা কমেছে কাঁচামরিচের দাম। কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। বাজারে চালের দাম আগের মতোই রয়েছে। বর্তমানে খুচরা বাজারে মিনিকেট ৫৪ থেকে ৫৮ টাকা, আটাশ ৪৬  থেকে ৪৮ টাকা ও নাজিরশাইল ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, চালের দাম নতুন করে আর কমেনি। বাজার কিছুটা বাড়তি রয়েছে। নতুন ধান উঠলেও চালের দাম কমেনি। ধানের দাম বাজারে বাড়তি রয়েছে। তাই চালের দামও বেশি। বাজারে গরুর মাংস ৬০০ ও খাশি ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি ১৩০ টাকা, লাল কক ২২০ টাকা, সাদা কক ২০০ ও দেশি মুরগি ৪০০ টাকা  কেজিতে বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর