শনিবার, ২১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজধানীর উত্তরার বাসা থেকে ৩১টি হাতবোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে ৩১টি হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ৪টার দিকে ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের নির্মাণাধীন ওই বাসা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাবল ইউনিটের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা। তিনি বলেন, গোয়েন্দা পুলিশের কাছে থাকা আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী ওই বাসায় অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত বোমার প্রকৃতি জানতে চাওয়া হলে বোম্ব ডিসপোজাবল ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার রহমতুল্লাহ চৌধুরী জানান, কম শক্তির এসব হাতবোমা সাধারণত রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে ব্যবহৃত হয়। সূত্র মতে, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে আবার অভিযান চালিয়ে ওই বাসায় মজুত থাকা অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর