সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
কৃষি

কাশ্মীরি কুল চাষ কিশোরগঞ্জে

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ

কাশ্মীরি কুল চাষ কিশোরগঞ্জে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ধোবাজোড়া গ্রামের যুবক মামুন মজিদ নাদিম। টেলিভিশন ও ইউটিউবে কৃষি সংক্রান্ত সংবাদ দেখে কৃষির প্রতি আগ্রহ জাগে তার। ব্যবসা করে জমানো টাকায় কৃষিতে বিনিয়োগের স্বপ্ন দেখতে থাকেন তিনি। কিন্তু সমস্যা দেখা দেয় জমি নিয়ে। তবে স্বপ্ন তাকে তাড়া করে ফেরে। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না এলাকায় পেয়ে যান কৃষিজমি। এ বছরের মাঝামাঝিতে দেড় একর জমি তিন লাখ ৮৫ হাজার টাকায় সাত বছরের জন্য লিজ নেন। শুরু করেন কাশ্মীরি আপেল কুল (বরই) চাষ। কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শে ১১৫০টি আপেল কুলের চারা রোপণ করেন। সাথী ফসল হিসেবে ১৫০টি মাল্টার চারাও লাগান তিনি। এর পাশাপাশি টমেটো, মরিচ, বরবটি, লাউ, শিম, শসা, লেবু, পেয়ারা, লালশাক, মুলা, ঢ্যাঁড়শ, মিষ্টিকুমড়াসহ নানা জাতের সবজিরও আবাদ করেন জমিতে। এতে খরচ হয় সাড়ে তিন লাখ টাকা। নিজে শ্রম দেওয়ার পাশাপাশি তিনজন শ্রমিক নিয়োগ দেন তিনি। ইতিমধ্যে গাছে ফল ধরেছে। নাদিম জানান, শুধু বরই থেকেই এ বছর প্রায় সাড়ে ১১ লাখ টাকা আয় হবে তার। আর তিন বছর পর মাল্টা থেকে আসবে তিন লাখ টাকা। টমেটো থেকে প্রায় দুই লাখ টাকা, মরিচ থেকে ৫০ হাজার টাকা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এছাড়া অন্যান্য সবজি নিজের দৈনন্দিন প্রয়োজন ছাড়াও আত্মীয় ও প্রতিবেশীদের জন্যও রাখা হবে। প্রতি বছর খরচ বাদে ১০ লাখ টাকা আয় হবে বলে তিনি জানান। এছাড়া নিজ গ্রামের লোকদের জন্য ধোবাজোড়া গ্রামের সড়কে আড়াই হাজার কাটিমুল জাতীয় আমের চারা লাগাবেন বলেও জানান তিনি। তিনি বলেন, কাশ্মীরি কুল চাষে যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা বাস্তবে রূপ পেতে যাচ্ছে। সুযোগ পেলে তা আরও সম্প্রসারণ করবেন বলে জানান তিনি।

সর্বশেষ খবর