মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে সব সূচকের পতনেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে সব সূচকের পতনেও বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিনে শেয়ারবাজারে সব সূচকের পতন হয়েছে। তবে দিন শেষে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। 

জানা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৭ পয়েন্টে নেমেছে। মূল্যসূচকের এই বড় পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৪টি এবং ৮৭টির দাম অপরিবর্তিত থাকে। লেনদেন হয়েছে ৬২১ কোটি ২৮ লাখ টাকা। আগের কার্যদিবসে হয়েছিল ৪৯৫ কোটি ৫৩ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন শেষে প্রতিষ্ঠানটির সর্বশেষ শেয়ার দর ছিল ১৪২ টাকা ৪০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২৬ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৫ কোটি ৬৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল ইস্টার্ন ইন্স্যুরেন্স। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে নিটল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, এডিএন টেলিকম, নর্দান ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৩ কোটি এক লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৯টির এবং ৫৮টির দাম অপরিবর্তিত থাকে।

 

সর্বশেষ খবর