মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আমেরিকায় টানা ২০ দিন এক লাখের বেশি করোনায় আক্রান্ত

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৩ লাখ ৯৫ হাজারে। আর মাত্র এক দিনের ব্যবধানেই এ সংখ্যা ১৪ লাখ ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি বিশ্বে সংক্রমিতের সংখ্যা হয়েছে ৫ কোটি ৯১ লাখ প্রায়, যা আর দুই দিনের মধ্যে ৬ কোটি ছাড়াতে পারে। এদিকে আমেরিকায় টানা ২০ দিন ধরে প্রতিদিন এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জন্স হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে। গতকাল এ সূত্রটি জানায়, আমেরিকায় এ পর্যন্ত ১ কোটি ২২ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বের যে কোনো দেশের চেয়ে আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন বেশি। ভারত দ্বিতীয় প্রধান দেশ হিসেবে তালিকায় রয়েছে। ভারতের চেয়ে আমেরিকায় করোনা সংক্রমিত লোকের সংখ্যা ৯০ লাখ বেশি। ভারতে এ পর্যন্ত ৯০ লাখ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৬০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, আমেরিকায় এ পর্যন্ত যত মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার চার ভাগের এক ভাগ হয়েছে শুধু চলতি মাসেই। এর মাধ্যমে এ কথাই পরিষ্কার, দেশটির বিভিন্ন অংশে অত্যন্ত দ্রুতগতিতে করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার লাভ করছে।

সর্বশেষ খবর