মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
শেখ হাসিনার বহরে হামলা

মামলা চলবে কি না আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক

দেড় যুগ আগে বিরোধীদলীয় নেতা থাকার সময় সাতক্ষীরায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলায় করা মামলা চলবে কিনা- সে বিষয়ে আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ঠিক করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মামলা বাতিল চেয়ে এক আসামির করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সাতক্ষীরায় ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যাওয়ার সময় ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। তখন পুলিশ মামলা নেয়নি। পরে হাই  কোর্ট থেকে আদেশ পেয়ে ২০১৪ সালে মামলা হয়। ২০১৭ সালে বিচার শুরু হলে আসামি রাকিবুর রহমানকে অপ্রাপ্তবয়স্ক উল্লেখ করে আবেদন করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুল গত ৮ অক্টোবর খারিজ করেছিল হাই কোর্ট। একই সঙ্গে তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়। পরে হাই কোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করেন রাকিব। এই আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশের জন্য রাখা হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর