মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
সদর দফতরের বার্তা

পুলিশ সদস্যরা মাদক নিলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

পুলিশের কোনো সদস্য মাদকব্যবসা কিংবা মাদকসেবন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে পুলিশ সদর দফতর। গতকাল ভিডিও বার্তায় এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য জানান। ঢাকা মহানগর পুলিশের মাদকাসক্ত ১০ সদস্য চাকরিচ্যুত হওয়ার এক দিন পর এমন বার্তা পাঠাল পুলিশ সদর দফতর।

ভিডিওবার্তায় এআইজি সোহেল জানান, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের উদ্যোগ, নেতৃত্ব ও নির্দেশনায় পুলিশ সদর দফতর পাঁচটি মূল লক্ষ্য নির্ধারণ করে পুলিশকে জনবান্ধব করতে ও সেবার মান বাড়াতে কাজ করছে। এ পাঁচটি মূল লক্ষ্যের অন্যতম হচ্ছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। পুলিশের কোনো সদস্য যদি মাদকব্যবসায় জড়িয়ে যান বা মাদক ব্যবসায় কাউকে সহযোগিতা এবং নিজেরা মাদক গ্রহণ করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় পুলিশ সদর দফতরের নির্দেশনায় মাঠপর্যায়ের ইউনিটগুলো এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। পুলিশের যেসব সদস্য মাদক গ্রহণ করেছেন, এমন সন্দেহ হলে তাদের ডোপ টেস্ট করছি এবং প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।

সর্বশেষ খবর