মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

দুর্নীতি মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেন খালাস

আদালত প্রতিবেদক

দুদকের মামলায় ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল ঢাকার-৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, ইশরাক হোসেনকে সম্পদের হিসাব জমা দেওয়ার নোটিসটি যথাযথভাবে দেওয়ার সাক্ষ্যপ্রমাণ আদালতে হাজির করতে পারেনি রাষ্ট্রপক্ষ। যথাযথ প্রক্রিয়ায় সম্পদের নোটিস দেওয়ার বিষয়টিও প্রমাণ করতে সক্ষম না হওয়ায় ইশরাককে খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণার আগে জামিনে থাকা ইশরাক আদালতে উপস্থিত হন। রায়ে খালাস পাওয়ার পর ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, সম্পদ বিবরণী দাখিলের জন্য ২০০৮ সালে ওয়ান ইলেভেন সরকার একটি নোটিস দেয়। তখন আমি ছাত্র ছিলাম। দেশে ছিলাম না। এ মামলার রায়ে সঠিক বিচার হয়েছে। এটি অবশ্যই যুগান্তকারী রায়। এটা জনগণের বিজয় হয়েছে, দেশবাসীর বিজয় হয়েছে। দল-মত নির্বিশেষে আমরা সবাই একটা আশার আলো দেখতে পাচ্ছি। সরকার যতই অপচেষ্টা করুক, বিচার বিভাগকে প্রভাবিত ও দলীয়করণের কিংবা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করুক, কিন্তু এখনো বিচার বিভাগ এবং প্রশাসনের ওসব জায়গায় ন্যায়পরায়ণ মানুষ রয়েছেন। এ মামলায় বিচারক সৎ সাহস নিয়ে রায় দিয়েছেন। এতে আমরা আশাবাদী হতে চাই, দেশে যে অপশাসন ও দুঃশাসন চলছে, সেখান থেকে উত্তরণ ঘটাতে সক্ষম হব। মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী দখিল করার জন্য নোটিস দেয় দুদক। ওই বছরের ৪ সেপ্টেম্বর দুদকের কনস্টেবল তালেব কমিশনের নোটিসটি নিয়ে ইশরাকের বাসায় যান। কিন্তু ইশরাক তখন বাসায় না থাকায় উপস্থিত চারজনের (সাক্ষী) সামনে বাসার নিচতলায় প্রবেশ পথের পাশে দেয়ালে টেপ দিয়ে সেই নোটিস ঝুলিয়ে দিয়ে আসেন। দুদকের নির্ধারিত ৭ কার্যদিবস সময়ের মধ্যে ইশরাক তার সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল না করায় ২০১০ সালের ২৯ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক সামছুল আলম। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন ২০১৮ সালের ৬ ডিসেম্বর ইশরাক হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর চলতি বছরের ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলার বিচার শুরু করে আদালত। মামলায় ৮ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ছয়জন সাক্ষ্য দেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন গত সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী হয়েছিলেন।

সর্বশেষ খবর