সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চলে গেলেন ওস্তাদ শাহাদাত হোসেন খান

সাংস্কৃতিক প্রতিবেদক

চলে গেলেন ওস্তাদ শাহাদাত হোসেন খান

শাস্ত্রীয় সংগীতের অনুরাগীদের শোকাহত করে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত সংগীতজ্ঞ একুশে পদকপ্রাপ্ত সরোদ বাদক ওস্তাদ শাহাদাত হোসেন খান। শনিবার রাতে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বাদ জোহর রামপুরার স্থানীয় মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

১৯৫৮ সালের ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার এক সম্ভ্রান্ত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন শাহাদাত হোসেন খান। তাঁর বাবা ওস্তাদ আবেদ হোসেন খান ছিলেন একজন প্রখ্যাত উচ্চাঙ্গসংগীত শিল্পী ও সেতার বাদক। দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর