মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দেশে আরও বাড়ল মৃত্যু ও শনাক্ত

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫, নতুন করে শনাক্ত ২৫২৫

নিজস্ব প্রতিবেদক

দেশে আরও বাড়ল মৃত্যু ও শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মৃত্যু ও শনাক্ত আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৪৪। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫২৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৬৪ হাজার ৯৩২। গতকাল করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৮০ হাজার ৭১১। এর আগে রবিবার দেশে আরও ১ হাজার ৭৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ২৯। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবে ১৫ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫৬৫টি। এ পর্যন্ত দেশে মোট ২৭ লাখ ৭২ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ৩৫ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১১। এ নিয়ে মৃতদের মধ্যে ৫ হাজার ৯৯ জন পুরুষ ও ১ হাজার ৫৪৫ জন নারী। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন ও ষাটোর্ধ্ব ২০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে দুজন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে। সবাই হাসপাতালে মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর