বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

খুলনায় এএসআইর শিশুপুত্রকে হত্যার নেপথ্যে ‘পরকীয়া’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বটিয়াঘাটায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) অমিত কুমার মন্ডলের শিশুপুত্র অনুভব মন্ডল যশকে (৫) হত্যার পেছনে ‘পরকীয়া সম্পর্ক’ রয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় গতকাল এএসআই অমিত কুমার বাদী হয়ে বড় ভাই অনুপ মন্ডলকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেছেন।

জানা যায়, নিহত শিশুর কাকা মামলার আসামি অনুপ মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। এ ছাড়া শিশুটির মা তনুশ্রী মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উজ্জ্বল দত্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরকীয়া সম্পর্কের জের ধরে হত্যাকানড ঘটানো হতে পারে। ঘটনার পেছনে পারিবারিক কলহ বা তৃতীয় কোনো ব্যক্তি আছে কি না- এসব বিষয় সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। শিশুটির মা তনুশ্রী মন্ডলকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য বিপুল ইজারাদার বলেন, ‘সোমবার সকাল ১০টার দিকে অনুপ মন্ডল শিশুটিকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা   জানান, পাঁচ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। সে হিসেবে ভোররাতে শিশুটিকে হত্যা করা হতে পারে।’ এদিকে মামলার এজাহারে অমিত কুমার উল্লেখ করেন, ‘২০১৫ সালে আমার বড় ভাই অনুপ মন্ডল আমার স্ত্রী তনুশ্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় আমার স্ত্রী ও সন্তানের ক্ষতি করার চেষ্টা করেছেন। আমার ধারণা, আমার বড় ভাই (অনুপ) ও আমার সন্তানের (জশ) কাছাকাছি যারা ছিল, তারা পরস্পর যোগসাজশে তার গলায় ফাঁস দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছেন।’ তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ঘটনার সঙ্গে শিশুটির মাও জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে তার অস্বাভাবিক ও এলোমেলো আচরণ দেখে বিষয়টি সন্দেহ করছেন অনেকে। এ সময় তাকে নেশাগ্রস্ত বলেও মনে হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উজ্জ্বল দত্ত জানান, বিগত দিনে অনুপ মন্ডলের জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টার পরও শিশুপুত্রকে নিয়ে ঢাকা থেকে একা তনুশ্রীর এখানে আসা সন্দেহ তৈরি করছে। হত্যার সঙ্গে শিশুটির মায়ের সম্পৃক্ততা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত কুমার মন্ডল ঢাকার বাড্ডা থানায় কর্মরত রয়েছেন। স্ত্রী তনুশ্রী মনডল ও শিশুপুত্র জশ তার সঙ্গে ঢাকায় থাকত। রবিবার রাত ৮টার দিকে তনুশ্রী ও জশ ঢাকা থেকে খুলনার বটিয়াঘাটা ফুলতলা গ্রামে রাসপূজায় বেড়াতে আসে। সোমবার সকালে জশের লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। শিশুটির গলায় কালো দাগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর