বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নারীর প্রতি সহিংসতা বেড়েছে ২৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

নারীর প্রতি সহিংসতা বেড়েছে ২৪ শতাংশ

বাংলাদেশে চলতি বছরের প্রথম ১০ মাসে নারীর প্রতি সহিংসতা বেড়েছে ২৪ শতাংশ। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী কর্মসূচি পালন উপলক্ষে গতকাল বেসরকারি সংস্থা ব্র্যাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য-উপাত্ত প্রকাশ করে। এতে বলা হয়, ২০২০ সালের প্রথম ১০ মাসের মধ্যে ব্র্যাকের আইন সহায়তা ক্লিনিকগুলোতে নারীর প্রতি সহিংসতা বিষয়ক ২৫ হাজার ৬০৭টি অভিযোগ আসে। এসব অভিযোগের মধ্যে ১৫ হাজার ৪৭টি অভিযোগ ‘বিকল্প বিরোধ নিষ্পত্তির’ মাধ্যমে সমাধান করা হয়। আর ৩ হাজার ২৩৯ জন ভুক্তভোগীকে আইনি পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া ১ হাজার ৭২৪ জনের অভিযোগ গুরুতর হওয়ায় ব্র্যাকের পক্ষ থেকে তাদের দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করতে সহায়তা করা হয়েছে। ব্র্যাকের তথ্যে আরও জানা যায়, ২০১৯ সালের প্রথম ১০ মাসের তুলনায় ২০২০ সালের প্রথম ১০ মাসে বাল্যবিয়ে বেড়েছে ৬৮ শতাংশ। অন্যদিকে, একই সময়ে গত বছরের তুলনায় ৭২ শতাংশ বেশি বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। না হলে বাল্যবিয়ের সংখ্যাটা আরও বেড়ে যেত। জরিপের তথ্য প্রকাশ করে প্রতিষ্ঠানটি বলছে, বাল্যবিয়ে বেড়ে যাওয়ার এই হারের সঙ্গে বাড়ছে নারী নির্যাতনের হারও। তাই এই বালিকা বধূদের অধিকাংশই পরবর্তীকালে নির্যাতনের শিকার হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর