বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

জামিন পেলেন ইউনিক গ্রুপের এমডি নূর আলী ও তার স্ত্রী

প্রতারণা ও জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি : আইনজীবী

আদালত প্রতিবেদক

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে করা একটি মামলায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহা. নূর আলী এবং তাঁর স্ত্রী সেলিনা আলী জামিন পেয়েছেন। গতকাল সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির               সাবেক সভাপতি অ্যাডভোকেট গাজী শাহ আলম ও অ্যাডভোকেট মো. আবু তালেব জামিন আবেদনের শুনানি করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট ফারুকুর রহমান জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ পর্যন্ত মোহা. নূর আলী ও তাঁর স্ত্রী সেলিনা আলীর জামিন মঞ্জুর করে। জামিনের শুনানিতে আসামিদের আইনজীবী শাহ আলম তালুকদার বলেন, বাদী নিজের দোষ ঢাকতে মামলা করেছেন। তিনি ফ্ল্যাটের দখল নিয়ে ভোগ করছেন, কিন্তু সময়মতো নিবন্ধন করেননি। ওই প্রকল্পে আরও ফ্ল্যাট গ্রহীতা আছেন, তাদের ফ্ল্যাট সময়মতো নিবন্ধন করা হয়েছে। এটা হয়রানিমূলক মামলা। জামিন প্রার্থীরা সম্মানিত ও স্বনামধন্য ব্যবসায়ী। এর আগে মামলায় একই আদালত গত ৩০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। নূর আলীর আইনজীবী মো. আবু তালেবের দাবি, মামলায় বাদী প্রতারণা ও জালিয়াতির যে অভিযোগ করেছেন সে ধরনের কোনো ঘটনাই ঘটেনি। বাদী জনৈক সেলিম মামলায় অভিযোগ করেছেন, আসামিদের কাছ থেকে ঢাকার নিউ ইস্কাটন এলাকায় ইউনিক হাইটস নামে ২০ তলা ভবনে ১৩ তলায় একটি বাণিজ্যিক স্পেস  (ফ্লোর) কিনে ২ কোটি ৯৩ লাখ টাকা পরিশোধ করেছেন। আসামিদের প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট ২০১৫ সালের ২৫ নভেম্বর বাদীকে স্পেস বুঝিয়ে দিলেও রেজিস্ট্রি কবলা দলিল করে দেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর