শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঘণ্টায় একজনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ২২৫২, মৃত্যু ২৪

নিজস্ব প্রতিবেদক

ঘণ্টায় একজনের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমনে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। প্রতি ঘণ্টায় মারা গেছে একজন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭২ জনে। গত একদিনে সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৫২ জনের দেহে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার ৯৯১। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষায় ১৪ দশমিক ৫৯ শতাংশ মানুষের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ লাখ ৯০ হাজার ৯৫১ করোনা রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে ২০ জন পুরুষ ও                চারজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৭ জন ছিলেন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব, দুজন চল্লিশোর্ধ্ব, দুজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ১৪ জন ঢাকা, তিনজন ময়মনসিংহ, দুজন চট্টগ্রাম, দুজন বরিশাল এবং একজন করে রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর