শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেই মুয়াজ্জিনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

মাইকে ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ ধ্বনিতে আজান দিয়ে জোহরের নামাজের জন্য মুসল্লিদের আহ্বান করছিলেন মুয়াজ্জিন আবদুল কুদ্দুছ (৬৫)। কিন্তু আজান শেষ করতে পারেননি। দুবার আল্লাহু আকবার বলার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ময়মনসিংহের গৌরীপুরের অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। মুয়াজ্জিন আবদুল কুদ্দুছ ওই মসজিদে ১৮ বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। তিনি খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে। প্রত্যক্ষ শ্রোতা মো. সবুজ মিয়া জানান, জোহরের আজানের সময় মাইকে দুবার আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে পাননি। দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের ভিতরে ফ্লোরের ওপর মুয়াজ্জিন পড়ে আছেন। মুসল্লিরা দ্রুত ভিতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

সর্বশেষ খবর