রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

গণতন্ত্রের সেই চাওয়া পাওয়া

আজ ৬ ডিসেম্বর। ১৯৯০ সালের এই দিনে গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। এর মধ্য দিয়ে এরশাদের নয় বছর দেশ শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ, বিএনপি ও ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বাধীন তিন জোটের টানা কর্মসূচির কারণে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন এইচ এম এরশাদ। দেশে ফিরে আসে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। এখন সেই গণতন্ত্রের চাওয়া-পাওয়া নিয়ে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে কথা বলেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক- মাহমুদ আজহার ও রফিকুল ইসলাম রনি

 

সর্বশেষ খবর