রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নাগরিক রাষ্ট্রের পথে যেতে হবে

-ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

নাগরিক রাষ্ট্রের পথে যেতে হবে

নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, নব্বইয়ের যে চেতনা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তা বাস্তবায়ন করতে হলে জবাবদিহিতার মাধ্যমে নাগরিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। সামনের বাংলাদেশ নির্ভর করবে রাষ্ট্র কতটুকু নাগরিক রাষ্ট্র হয়েছে। সেখানেই মৌলিক চ্যালেঞ্জ। গতকাল এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের সময়ে বড় প্রশ্ন ছিল সোনার বাংলা শ্মশান কেন? তখন বড় আকাক্সক্ষা ছিল মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র। এর মধ্যে তিনটি স্তম্ভ ছিল। এগুলো হচ্ছে- সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার। সেই লক্ষ্যে বাংলাদেশের সব মানুষ, পেশাজীবী, ছাত্র, শ্রমিক সবাই মিলিত হয়েছিল তাদের অধিকার নিয়ে। তার পরিণতি নব্বইয়ের গণজাগরণ।

তিনি বলেন, এখন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, স্বাধীনতার ৫০ বছরে পা দিচ্ছি। এখন তিনটি জায়গায় বড় রকমের প্রশ্ন আসছে। দিন দিন বৈষম্য বেড়ে যাচ্ছে, সেটা সম্পদের বৈষম্য, আয়ের বৈষম্য, গ্রাম-শহরের বৈষম্য, নারী-পুরুষের বৈষম্য। দ্বিতীয় হচ্ছে, মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে হলে সর্বজনীন চিকিৎসা, সামাজিক সুরক্ষা। তা এখনো দূরবর্তীতে আছে। তৃতীয় হচ্ছে সামাজিক ন্যায়বিচার। অর্থাৎ ন্যায্যতা ও ন্যায়তা। এগুলো নিয়ে প্রতিষ্ঠানগুলো কাজ করে। সেই প্রতিষ্ঠানগুলো অনুষ্ঠানিক প্রতিষ্ঠান। যেমন আচার, মূলবোধ। আবার প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান যেমন জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ।

সর্বশেষ খবর