রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিজিএমইএ নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ

ফের সভাপতি প্রার্থী রুবানা হক

রুহুল আমিন রাসেল

প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন ঘিরে উত্তাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে মূল দুই প্রার্থী ভোটের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবারেও সভাপতি প্রার্থী হচ্ছেন সংগঠনটির বর্তমান সভাপতি ও মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক। ভোটের মাঠে তিনি লড়বেন বিজিএমইএ সাবেক সিনিয়র সহসভাপতি ও জায়ান্ট গ্রুপের কর্ণধার ফারুক হাসানের বিরুদ্ধে। বিজিএমইএ সভাপতি ড. রুবানা হকের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিলে। তিনি সভাপতি হয়েছিলেন মালিকদের দুই পক্ষ সম্মিলিত পরিষদ ও ফোরামের সমঝোতায়। এর আগে সংগঠনটির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানও এই সমঝোতা করেই সভাপতি হন। এতে ভোট বঞ্চিত হন মালিকরা। বিজিএমইএ-তে দীর্ঘদিন পরিচালনা পর্ষদে নেতৃত্ব দিয়ে আসছে সম্মিলিত পরিষদ ও ফোরাম নামে মালিকদের দুটি পক্ষ। বর্তমানে সম্মিলিত পরিষদের সভাপতি হিসেবে রয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। আর ফোরামের সভাপতি হিসেবে রয়েছেন সংগঠনটির আরেক সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। আগামী মার্চের শেষ সপ্তাহে এই নির্বাচন ঘিরে ফারুক হাসানের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ব্যাপকভাবে তৎপর। তাঁর প্যানেলের সঙ্গে সমঝোতার পথ খুঁজছেন মালিকদের আরেকপক্ষ আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বাধীন ফোরাম। জানা গেছে, বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও চার মাস থাকতেই পরবর্তী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে সংগঠনটির বড় নির্বাচনী জোট ‘সম্মিলিত পরিষদ’। গত ২৪ অক্টোবর উত্তরায় জায়ান্ট গ্রুপের কার্যালয়ে সম্মিলিত পরিষদের মতবিনিময় সভায় ফারুক হাসানকে সভাপতি পদে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাবেক সভাপতি টিপু মুনশি, কুতুবউদ্দিন আহমেদ, মোস্তফা গোলাম কুদ্দুস, আবদুস সালাম মুর্শেদী, শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। ওই সভায় বর্তমান পরিচালনা পর্ষদের ওপর ক্ষোভ প্রকাশ করেন সম্মিলিত পরিষদের শীর্ষ নেতারা। বর্তমান নেতৃত্বের তীব্র সমালোচনা করেন। এরপরই ফোরামের পক্ষ থেকে সমঝোতার চেষ্টা করা হয়েছে। সমঝোতা না হওয়ায় বর্তমান সভাপতি রুবানা হককেই আবারও প্যানেল লিডার চূরান্ত করেছে ফোরাম। তবে ফোরামের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের ফোরামে রুবানা হক নির্বাচন করবেন। তবে আদৌ নির্বাচন হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। সমঝোতা নিয়ে সিনিয়র নেতারা আলাপ করছি। করোনার এই সময়ে বিজিএমইএ সদস্যরা ভোট চাচ্ছেন না। এখন নির্বাচন হলে কজন ভোট দিতে যাবেন? প্রচারণা চালানোর মতো পরিবেশও নেই।

সর্বশেষ খবর