রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

লালমনিরহাটে বিরল প্রজাতির হামিং বার্ড!

রেজাউল করিম মানিক, লালমনিরহাট

লালমনিরহাটে বিরল প্রজাতির হামিং বার্ড!

লালমনিরহাটের আদিতমারী থানার মূল ফটকে বসে চায়ের আড্ডার সময় পুলিশ কর্মকর্তার চোখে ধরা পড়ল এক জোড়া পৃথিবীর ক্ষুদ্রতম ও বিরল পাখি হার্মিং বার্ড। গত তিন দিন ধরে থানার মূল ফটকের বাগানের হাসনাহেনা গাছে হামিং বার্ড-এর দেখা মিলছে। আদিতমারী থানার ওসি এ দাবি করেছেন। এ খবর পেয়ে গতকাল বিকালে ছুটে আসেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পাখি বিশেষঞ্জ ড. তুহিন ওয়াদুদ। তিনি জানান, এ পাখি বাংলাদেশে খুব কম আসে, চোখে পড়েই না। তাই ক্যামেরায় বন্দী করে রাখার জন্যই এখানে ছুটে আসা। প্রত্যক্ষদর্শীরা জানায়, শেষ বিকালে আদিতমারী থানার মূল ফটকে বসে চা খাচ্ছিল কয়েকজন পুলিশ সদস্য। কিছুক্ষণ পরেই গাড়িতে আসেন থানার ওসি। সেখানে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তার চোখে পড়ে মৌমাছির মতো এক জোড়া কোনো কিছু। কাছে গিয়ে দেখতে পান মৌমাছি নয়, পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম পাখি হার্মিং বার্ড। হার্মিং বার্ডের কথা জানতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ দেন একজন পুলিশ সদস্য। ভিডিওতে দেখা যায়, এক জোড়া ছোট হার্মিং বার্ড হাসনাহেনা ফুলে বসে মধু খাচ্ছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শেষ বিকালে কয়েকজনসহ থানার বাগানের সামনে বসেছিলাম। হঠাৎ চোখে পড়ে হাসনাহেনা ফুলে মধু খাচ্ছে এক জোড়া ছোট প্রজাতির হার্মিং বার্ড। তবে মাগরিব নামাজের আজানের সঙ্গে সঙ্গে পাখি দুটো থানা ক্যাম্পাস ত্যাগ করে।

সর্বশেষ খবর