সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
কিশোরী গৃহকর্মী নির্যাতন

যুগ্ম দায়রা জজ ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কিশোরী গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ রেজাউল বারী, তার স্ত্রী দন্ত চিকিৎসক কানিজ কান্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্য দুই আসামি হলেন শাশুড়ি খালেদা বেগম, শ্যালিকা শাপলা বেগম। রংপুর নগরীর আদর্শপাড়া এলাকায় কিশোরী গৃহকর্মী আঁখিমণিকে টাকা চুরির অপবাদে নির্যাতনের সাত দিন পর এই মামলা হলো। শনিবার রাতে মেট্রোপলিটান পুলিশের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন নির্যাতিতা কিশোরীর মা শিরিনা বেগম। নির্যাতনের শিকার কিশোরী কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে। কিশোরী আঁখিমণি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের তালিকাভুক্ত ভিক্ষুক মৃত বাছেদ আলী ফকিরের মেয়ে। তাকে শারীরিক নির্যাতন ও গোপনাঙ্গে গরম ছ্যাঁকা দেওয়া হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। আঁখিমণির মা শিরিনা বেগম জানান, তার মেয়েকে দুই বছর আগে রেজাউল বারী ও কানিজ কান্তা দম্পতির বাসায় কাজে দেন। গত ২৮ নভেম্বর রংপুর নগরীর আদর্শপাড়ার ওই বাসায় গেলে তারা জানান, আঁখিমণি টাকা চুরি করেছে। তাই তারা তাকে আর বাসায় রাখবে না। এ অবস্থায় কান্তা বেগম ও তাঁর স্বামী রেজাউল বারী ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আঁখিমণিকে তার হাতে তুলে দেন। পুরো ঘটনা জানিয়ে নির্যাতিতা গৃহকর্মী আঁখিমণির মা শিরিনা বেগম কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলে থানা থেকে নারী পুলিশ কনস্টেবলের সহায়তায় রংপুর কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়। কোতোয়ালি থানা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার রাতে চারজনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রাজিবুর রহমান জানান, এ বিষয়ে আঁখিমণির মা বাদী হয়ে যুগ্ম জজ রেজাউল বারী, তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর