বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

এস কে সিনহার ভাই ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহা ও ভাতিজা শঙ্খজিৎ সিংহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আদালতের সমন জারির পরও সাক্ষ্য দিতে না আসায় গতকাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় দুদকের করা মামলায় এস কে সিনহাসহ ১২ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। গত ১৩ আগস্ট এ মামলায় অভিযোগ গঠন করে আদালত। মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল পদ্মা ব্যাংকের আইন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এম আতিফ খালেদ সাক্ষ্য দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, অর্থ আত্মসাৎ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আদালত  থেকে সমন জারি হয়েছিল। কিন্তু তারা হাজির হয়ে সাক্ষ্য দেননি। এ কারণে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে।

সর্বশেষ খবর