শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনায় অর্ধেকের বেশি মৃত্যু ঢাকায়

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ শনাক্ত ১৮৬১

নিজস্ব প্রতিবেদক

করোনায় অর্ধেকের বেশি মৃত্যু ঢাকায়

দেশে করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। এর ২৩ জনই (৬২ দশমিক ১৬ শতাংশ) ঢাকা বিভাগের বাসিন্দা। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৬ হাজার ৯৬৭ জন, যার মধ্যে ঢাকার বাসিন্দা ছিলেন ৫৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ৪৫ দশমিক ৭০ শতাংশের মৃত্যু হয়েছে সারা দেশে।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৮৬১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ, যা আগের দিনের চেয়ে ১ দশমিক ২৩ শতাংশ কম। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫-এ। গত এক দিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন আর মোট সুস্থ হলেন ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৮ জন পুরুষ, নয়জন নারী। হাসপাতালে ৩৬ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। বয়স বিবেচনায় ২৩ জন ষাটোর্ধ্ব, আটজন পঞ্চাশোর্ধ্ব, তিনজন চল্লিশোর্ধ্ব ও তিনজন ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ২৩ জন, সাতজন চট্টগ্রাম, তিনজন ময়মনসিংহ, দুজন রাজশাহী ও দুজন সিলেট বিভাগের বাসিন্দা। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর