শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

যশোরে ভোটের সংঘাতে আওয়ামী লীগ সমর্থকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনকে কেন্দ্র করে এক সংঘাতে আওয়ামী লীগ সমর্থক খালেদুর রহমান টিটো (২৪) মারা গেছেন। এ সংঘাত ঘটে ভোটের আগের রাতে। তবে গতকাল ভোটের দিন কোনো সহিংসতা হয়নি।

যশোরের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, বুধবার রাতে বাঘারপাড়ার জোহরপুর ইউনিয়নের বেতালপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) দিলু পাটোয়ারীর লোকজন নৌকা প্রতীক সমর্থকদের ওপর হামলা চালায়। এতে খালেদুর রহমান টিটো নামে আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা টিটোকে          ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৯টার দিকে টিটো মারা যান। পুলিশ সুপার বলেন, এ সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এদিকে গতকাল বাঘারপাড়ায় ভোট গ্রহণ চলাকালে দুপুরের আগেই তিন প্রার্থীর মধ্যে দুই প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলেন দিলু পাটোয়ারী ও বিএনপি প্রার্থী শামছুর রহমান। দিলু পাটোয়ারী অভিযোগ করেন, ভোটের আগের রাতেই বেশির ভাগ কেন্দ্রে ভোট কেটে নেওয়া হয়। ভোট শুরুর দেড় ঘণ্টা পরই বিএনপি প্রার্থী শামছুর রহমান ফেসবুকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, বেশির ভাগ কেন্দ্রে রাতেই ভোট কেটে নেওয়া হয়েছে। নিজের কেন্দ্র বাঘারপাড়ার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি নিজেই নিজের ভোটটি দিতে পারেননি। যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, শহরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা বেশি থাকলেও গ্রামের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠুভাবেই হয়েছে, কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো ভোটের আরও খবর- কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা উপনির্বাচনে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে ছয় সাংবাদিক আহত হয়েছেন। গতকাল উপজেলার দুলালপুর কেন্দ্রে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুলালপুর বাজারে তারা হামলার শিকার হন। আহতরা হলেন সাংবাদিক জহিরুল হক বাবু, আশিকুর রহমান, বাপ্পি, বিপ্লবসহ ছয়জন। আহত হন গাড়ি চালকও। নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরীর সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা করে বলে জানান আহত সাংবাদিকরা। একই স্থানে একই সময়ে আনারস প্রতীকের এজেন্টদের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বিল্লাল নামের একজনকে আটক করেছে। নোয়াখালী : ধাক্কা-ধাক্কি, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্যদিয়ে শেষ হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ। সকাল ৯টা থেকে ১৪৬টি কেন্দ্রে একযোগে শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয় এ ভোট গ্রহণ। দিনভর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল একদম কম। কয়েকটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীকে অনেকটা অলস দিন কাটাতে দেখা গেছে। তবে বিভিন্ন কেন্দ্রে নৌকা প্রতীক সমর্থিতদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। দু-একটি কেন্দ্রের ভিতরে নৌকা প্রতীক সমর্থকদের উৎসবমুখর পরিবেশে খাওয়া-দাওয়া করতে দেখা গেছে। দুপুরের দিকে জমিদারহাট বিএন উচ্চবিদ্যালয় কেন্দ্র ও সেতুভাঙা এলাকার একটি কেন্দ্রের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া নরোত্তমপুর ও আলীপুরে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. খোকনসহ দুজন আহত হয়েছেন বলে দাবি করেন নৌকার সমর্থকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর