শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মাত্র ১০ সেকেন্ডে ভেঙে চুরমার ১৪৪ তলা বিল্ডিং

প্রতিদিন ডেস্ক

মাত্র ১০ সেকেন্ডে ভেঙে চুরমার ১৪৪ তলা বিল্ডিং

একটি বিল্ডিং তৈরি করতে সময় লাগে কয়েক বছর। তবে এটি ধ্বংস করতে বা ধ্বংস হয়ে যেতে সময় নেয় মাত্র কয়েক সেকেন্ড। এমনই ঘটনার সাক্ষী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। যেখানে ১৪৪ তলা বিল্ডিং ভেঙে ফেলা হলো মাত্র ১০ সেকেন্ডে। খবর : টাইমস অব ইন্ডিয়ার। এত অল্প সময়ে মিনা প্লাজার ১৪৪ তলা টাওয়ারটি ভেঙে ফেলার পর তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠে গেছে। এর আগে এত উঁচু বিল্ডিং অল্প সময়ের মধ্যে কখনো ভেঙে ফেলা হয়নি। ১৬৫ মিটার উঁচু এ টাওয়ারটি নিয়ন্ত্রিত ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হয়। বিল্ডিংটি মিনা প্লাজার অংশ ছিল। এটি ধ্বংসে ৯১৫ কেজি বিস্ফোরক ৩ হাজারের বেশি ডিটোনেটরের মাধ্যমে সক্রিয় করা হয়। এরপর চোখের পলকে বিল্ডিংটি ধসে পড়ে। এটি ছিল ৫৪১.৪৪ ফুট লম্বা। গেল ২৭ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এ বিল্ডিংটি কিনে নেয় মোডান প্রপার্টি (ইউএই)। বিস্ফোরণের পরই আবুধাবি মিউনিসিপ্যাল রেগুলেটর, পৌর ও পরিবহন অধিদফতরের পক্ষ থেকে এ বিল্ডিং ধ্বংসের ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, বিল্ডিং ভেঙে ফেলার আগে বন্দর এলাকার দোকান ও বাজারগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় ও ওই এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর