রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পদক্ষেপ নিতে কিছু দিন অপেক্ষা করা উচিত

-অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

পদক্ষেপ নিতে কিছু দিন অপেক্ষা করা উচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, করোনাভাইরাসের সংকট সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির এই সময়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না। ডিসেম্বরে সংক্রমণের যে ঊর্ধ্বগতি আমরা দেখছি তাতে বিশ্ববিদ্যালয় খোলা, ক্লাস-পরীক্ষা এসব ব্যাপারে পদক্ষেপ নিতে আরও কিছু দিন অপেক্ষা করা উচিত। গতকাল প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আরেফিন সিদ্দিক আরও বলেন, করোনায় ছাত্রছাত্রীদের ঝুঁকির মধ্যে না ফেলার নীতি নিয়েই সরকার এগিয়ে চলেছে। হঠাৎ করে ডিসেম্বরে এসে নতুন সিদ্ধান্ত না নিয়ে দেখা দরকার সংক্রমণের মাত্রা কোন দিকে যায়। বিভিন্ন নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও আপাতত শুধু আবেদনপত্র গ্রহণ করা যেতে পারে। অন্তত করোনার ভ্যাকসিন এসে গেলে এসব ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। এই শিক্ষাবিদ বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলার একটি বড় জায়গা হচ্ছে সবার মধ্যে সমন্বয়। কিন্তু এ সমন্বয়ের বড় একটি অভাব আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী সব সময় সমন্বয়ের কথা গুরুত্বের সঙ্গে বলছেন। তার পরও দেখতে পাচ্ছি সমন্বয়হীনতা আমাদের গ্রাস করে ফেলছে। এ ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ যে কোনো সমস্যা সমাধানে সমন্বয়ের বিকল্প নেই। সাবেক এই উপাচার্য বলেন, এখন বিশ্ববিদ্যালয় খুললে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা আসবে। বর্তমানে ঢাকায় সংক্রমণের হার বেশি দেখতে পাচ্ছি আমরা। কিন্তু প্রত্যন্ত এলাকায় এ সংক্রমণ কম। তাই পরীক্ষার জন্য তাদের সেসব এলাকা থেকে এনে ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে বলে আমি মনে করি না।

সর্বশেষ খবর