মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
উত্থান শেয়ারবাজারে

সব আবেদনকারী পাবেন আইপিওর শেয়ার

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর আবেদনে লটারি প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন পদ্ধতিতে সেকেন্ডারি মার্কেটে কমপক্ষে ২০ হাজার টাকা বিনিয়োগ থাকলেই নতুন আসা কোম্পানির শেয়ার মালিক হতে পারবেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর মূল্যায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ইলেকট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেম হালনাগাদ করা, লট পদ্ধতি বাতিল করে আবেদন ফি নির্ধারণ ও নতুন কোম্পানির লেনদেন চালুর সময় কমিয়ে আনার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকসূত্রে জানা গেছে, আইপিও আবেদনের ক্ষেত্রে শেয়ার লট প্রথা বাতিল করে একটি নির্দিষ্ট পরিমাণ ফি নির্ধারণ করবে। মোট আবেদনকারী অনুযায়ী শেয়ার বরাদ্দ দিয়ে বাকি টাকা বিও অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। আর সাবস্ক্রিপশন চালুর পর থেকে লেনদেন চালু পর্যন্ত সময় কমিয়ে আনার বিষয়টি নিয়ে কাজ করছে কমিটি। উত্থান শেয়ারবাজারে : সপ্তাহের দ্বিতীয় দিনে উত্থানে শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ২০.৫৯ পয়েন্ট বেড়ে ৫১৪৭.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ৯৭৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস লেনদেন হয় ১ হাজার ৩ কোটি ৩৮ লাখ টাকার। ডিএসইতে ৩৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির দর বাড়ে। কমে ১৬৬টির এবং ৭০টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত থাকে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক সূচক সিএএসপিআই ৯৯.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪৭৮৬.৩৩ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বাড়ে ৯৬টির, কমে ১১৮টির এবং অপরিবর্তিত থাকে ৫৩টির। সিএসইতে ৭৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

সর্বশেষ খবর