মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পেলেন ড. সুবীর চৌধুরী

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বড় কোম্পানির উৎকৃষ্ট পণ্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য বাস্তবভিত্তিক পরামর্শ প্রদানকারী ব্যক্তিত্ব ‘কোয়ালিটি গুরুখ্যাত’ বাংলাদেশি-আমেরিকান ড. সুবীর চৌধুরী ‘সিসিল সি ক্রেগ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। সারা বিশ্বের মেধাবী ৮০ হাজার পেশাজীবীর (জ্ঞানভিত্তিক গ্লোবাল কমিউনিটি) প্রতিনিধিত্বকারী ‘আমেরিকান সোসাইটি ফর কোয়ালিটি’র সবচেয়ে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড গত বুধবার প্রদান করা হয়। গত ৭৪ বছরের ইতিহাসে এই প্রথম একজন বাংলাদেশিই শুধু নন, প্রথম এশিয়ান হিসেবে চট্টগ্রামের সন্তান এবং ক্যালিফোর্নিয়ায় বসবাসরত সুবীর চৌধুরী এ ‘আজীবন সম্মাননা’ লাভ করলেন। মৃদুভাষী সুবীর চৌধুরীর অনুভূতি জানতে চাইলে ১৩ ডিসেম্বরর তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি গভীরভাবে সম্মানিত এবং কৃতজ্ঞতাবোধ করছি আমার জীবনকে এভাবে সমৃদ্ধ করার জন্য। আমার ক্লায়েন্ট এবং সহকর্মীরাই বছরের পর বছর এ পুরস্কার অর্জনের জন্য আমাকে যোগ্য করতে আন্তরিক অর্থেই সহযোগিতা করেছেন। একই সঙ্গে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নতুন প্রজন্মকে (এখানে ও বাংলাদেশে) বলতে চাচ্ছি, নিষ্ঠার সঙ্গে কাজ করলে কেউই প্রতিভাকে ঠেকিয়ে রাখতে পারে না। মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। এর কোনো বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘নিজে বড় হলেই চলবে না, জন্মভূমির প্রতিও দায়বদ্ধতা রয়েছে, সেটি পূরণে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকি, তাহলেই বাংলাদেশ আরও এগোতে সক্ষম হবে।’

সর্বশেষ খবর