শিরোনাম
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে আগুনে নিভল যুবকের প্রাণ

২১ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

সান স্টিল নামে রাজধানীর একটি রুলিং মিলের কর্মচারী দেলোয়ার হোসেন (১৯)। স্বল্প আয়ের কর্মচারী হওয়ায় বড় ভাই ও চার সহকর্মীর সঙ্গে শ্যামপুর ওয়াসা রোডের একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন তিনি। প্রতিদিনের মতো রবিবার ডিউটি শেষ করে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন দেলোয়ার। কিন্তু ঘুম থেকে আর ওঠা হয়নি তার। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের টিনশেড বাসাটি। সেই সঙ্গে নিভে গেছে তার জীবন প্রদীপ। ডিউটিতে থাকায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার ভাই ও সহকর্মীরা। এ ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে মোট ২১টি ঘর। গত রবিবার রাত পৌনে ৩টার দিকে শ্যামপুর ওয়াসা রোডে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে দেলোয়ারের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সেমিপাকা দোতলা বাড়িটির ওপর তলাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিভিয়ে ফেলে। পরে দোতলার একটি রুম থেকে ওই যুবকের মৃতদহ উদ্ধার করা হয়। পরে তার নাম দেলোয়ার বলে জানা যায়। কদমতলী থানা পুলিশের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়। আগুনে ২১টি ঘর পুড়ে গেছে। মৃত দেলোয়ারের চাচাতো ভাই শরিফুল ইসলাম জানান, তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানার সাহায়া বাঁশহাটি গ্রামে। দেলোয়ারের বাবার নাম রবিকুল ইসলাম রবি। দুই ভাইয়ের মধ্যে দেলোয়ার ছোট। বড় ভাই জাকিরের সঙ্গে নামা শ্যামপুর ওয়াসা রোডের লিটনের সেমিপাকা টিনশেড বাড়িটিতে দ্বিতীয়তলার একটি রুমে ভাড়া থাকতেন দেলোয়ার। তারা দুই ভাইসহ আরও চারজন বাড়িটির একটি রুমে থাকত। শ্যামপুর ঢাকা ম্যাচ এলাকায় সান স্টিল নামে একটি রুলিং মিলে শ্রমিকের কাজ করতেন নিহত দেলোয়ারসহ সবাই। মৃতের বড় ভাই জাকির হোসেন জানান, রবিবার রাতে সবাই রুলিং মিলে কাজ করতে যান। দেলোয়ার দিনের বেলায় ডিউটি করায় রাতে একাই রুমে ছিলেন। ভোরবেলায় তারা খবর পান তাদের বাসাটিতে আগুন লেগেছে। পরে তারা বাসায় গিয়ে দেখেন ফায়ার সার্ভিস আগুন নিভাচ্ছে। পরে তাদের রুম থেকে দেলোয়ারের মৃতদেহ বের করে আনে। কদমতলী থানার এসআই মো. বাহাউদ্দিন বাবলা জানান, আগুনে রুমের ভিতরেই পুড়ে মারা যান দেলোয়ার।

সর্বশেষ খবর