বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

গভীর রাতে ইশরাকের বাসায় হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গোপীবাগের বাসভবনে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা এ সময় বাসায় ইটপাটকেল ছুড়ে জানালার গ্লাস ভাঙচুর করে। বাসার সামনে সাঁটানো বেশ কিছু পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এ সময় বাসার তত্ত্বাবধায়ক ছাড়া পরিবারের কোনো লোক উপস্থিত ছিলেন না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবিও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয় বাংলা স্লোগান দিয়ে এসেছিল হামলাকারীরা। কারও মুখ স্পষ্ট করে দেখা যায়নি। আনুমানিক রাত ২টার পর পরই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে গোপীবাগ দ্বিতীয় লেনে আসে দুর্বৃত্তরা। এরপর সেখান থেকেই আকস্মিকভাবে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হামলাকারীরা হেলমেট পরা অবস্থায় থাকায় তাদের চেনা যায়নি। হামলার সময় ইশরাক হোসেন এ বাসায় ছিলেন না। তিনি জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীরাই এই হামলা চালিয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সর্বশেষ খবর