শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

উদাসীনতার জন্য ব্যাংকে হ্যাকিং জালিয়াতি ঘটে

-আবুল কাশেম মিয়া

উদাসীনতার জন্য ব্যাংকে হ্যাকিং জালিয়াতি ঘটে

বুয়েটের শিক্ষক আইটি বিশেষজ্ঞ ড. মো. আবুল কাশেম মিয়া বলেছেন, ব্যাংকিং খাতে ডিজিটাল ঝুঁকি সারা পৃথিবীতে আছে। তবে আমাদের দেশে যে পরিমাণ ঘটনা ঘটে তা আর কোথাও ঘটে না। এর প্রধান কারণ উদাসীনতা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে যেটা ঘটেছে সেটাও ছিল উদাসীনতা। আইটির কোনো দুর্বলতার কারণে এটা ঘটে না। আমাদের দেশে যতগুলো ঘটনা ঘটেছে বিশেষ করে ব্যাংকিং খাতে সবই অভ্যন্তরীণ দুর্বলতার কারণে। যারা হ্যাকিং করে, ডিজিটাল প্রতারণার সঙ্গে সংযুক্ত তাদের একটি অংশ ব্যাংক ব্যবস্থার সঙ্গে যুক্ত। ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য নিয়ে এ ধরনের কাজগুলো ঘটায়। সারা বিশ্বে যে ঘটনা ঘটে তার সঙ্গে এর মিল নেই। এখন আমাদের দেশে সরকারের দায়িত্ব গ্রাহকদের তথ্য সুরক্ষা দেওয়া। সেটা যদি তারা দিতে না পারে এমন ঘটনা ঘটতে থাকবে। উদাসীন হলে কখনো এমন ঘটনা ঠেকানো যাবে না। আমাদের দেশে আইটি খাত এখন খুবই উন্নত। বিশ্বের যে কোনো দেশের সঙ্গে তুলনা করা যায়। আমাদের দেশে যারা আইটি নিয়ে কাজ করে তারা খুবই দক্ষ। তাদের কাজে লাগাতে হবে। তাদের দক্ষতা যদি রাষ্ট্র ব্যবহার করে ডিজিটাল হ্যাকিংয়ের ঘটনা ঠেকানো সহজ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর