রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ছুটির দিনের সন্ধ্যায় তিন নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

ছুটির দিনের সন্ধ্যায় তিন নাটক

ছুটির দিনের সন্ধ্যায় গতকাল রাজধানীতে মঞ্চায়ন হয় তিনটি নাটক। এর মধ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় আরণ্যক নাট্যদলের ‘কহে ফেসবুক’, স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় স্বরবীথি থিয়েটারের ‘শাস্তি’। অন্যদিকে নাটক সরণি খ্যাত বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে ছিল স্পর্ধা প্রযোজিত ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটকের ১৪ দিনের প্রদর্শনীর দ্বিতীয় দিন।

মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত আরণ্যকের ‘কহে ফেসবুক’ নাটকটিতে তুলে ধরা হয় ফেসবুকের বিচিত্র ব্যবহার। প্রযুক্তিনির্ভর এ যুগে মানুষের আঁতুড়ঘর থেকে কবরস্থান পর্যন্ত স্থান করে নিয়েছে  ইন্টারনেট। অন্তর্জালীয় এ যোগাযোগব্যবস্থার বিশাল সমুদ্রে ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম। দৃশ্যমান এ জগতে ফেসবুক তৈরি করেছে এক অদৃশ্য জগৎ, যা ভার্চুয়াল ওয়ার্ল্ড নামে পরিচিত। এর প্রভাবে পরিবার, সমাজ থেকে আলাদা হয়ে মানব জীবন পরিণত হয়েছে এক জৈবিক রোবটে। এসব নিয়েই বিন্যস্ত হয় ‘কহে ফেসবুক’ নাটকের কাহিনি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুরভী রায়, রুবল চৌধুরী, সাজ্জাদ সাজু, প্রিন্স জন, শারমিন হায়াত দীপা, মাহফুজ মুন্না, কামরুল হাসান, সাঈদ সুমন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর